রাজধানীতে দিনে দুপুরে বাসা বাড়িতে সিঁধেল চুরিতে জড়িত একটি চক্রের মুলহোতাসহ সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই চোর চক্রের সদস্যরা লালবাগসহ রাজধানী বিভিন্ন এলাকায় চুরি সংঘটিত করে আসছিল বলে জানায় পুলিশ।
শনিবার (২৬ আগস্ট) এক বিশেষ অভিযানের মাধ্যমে সিঁধেল চোর চক্রের সাত জনকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন অলটাইম নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তার আসামিদের কাছ থেকে চুরি মামলায় অভিযোগকারীর ল্যাপটপ, চুরি যাওয়া নগদ ৬ হাজার টাকা, মোবাইলসহ অন্যান্য মোট ৫৮টি বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের চোরাই ল্যাপটপ এবং চোরাই ল্যাপটপ বেচাকেনার মোট ৭ লাখ ২৪ হাজার টাকা জব্দ করা হয়।
মো. ফারুক হোসেন অলটাইম নিউজ কে জানান, রোববার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।