জয়পুরহাট: বিয়ের মাত্র আট ঘণ্টা পর সড়ক দুর্ঘটনায় জাকারিয়া হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত জাকারিয়া হোসেন উপজেলার মামুদপুর ইউনিয়নের কুটিপাড়া বাড়ইল গ্রামের রেজাউল ইসলামের ছেলে।পরিবারের সদস্যরা জানায়, জাকারিয়া দুপচাচিয়ার একটি টাইলস ফ্যাক্টরিতে চাকরি করতেন। সোমবার (২৮ আগস্ট) রাত ১টার সময় ক্ষেতলাল পৌর এলাকার বুড়াইল গ্রামের মোহাম্মদ আব্দুর রহিমের মেয়ে জেমি আক্তারের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়।মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ৮টার সময় মোটরসাইকেল নিয়ে কর্মস্থল দুপচাচিয়া উপজেলায় যাচ্ছিলেন নিজের পরিহিত কাপড় ও বউয়ের জন্য কিছু কিনতে। পথে কাহালু উপজেলার দশ মাইল এলাকায় একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান।
পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাকারিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রী জেমি আক্তার জানায়, সকালে ভাত না খেয়েই কাপড় আনতে বের হন জাকারিয়া। যাওয়ার আগে তার মায়ের আদেশ নিষেধ শোনার পরামর্শও দেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় জাকারিয়া হোসেনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।