রাংগামাটির সর্ববৃহৎ কৃত্রিম জলধারা কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু।
বাঘাইছড়ি প্রতিনিধি: দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলধারা ও বাংলাদেশের অন্যতম প্রধান মৎস্য উৎপাদন ক্ষেত্র রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ। যা দেশের মিঠা পানির মাছের ভান্ডার হিসেবে পরিচিত।দেশের সবচেয়ে বড় কৃত্রিম জলধারা রাংগামাটি কাপ্তাই হ্রদে মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন, সরকারি ভাবে অবমুক্ত করা হয়। বিভিন্ন প্রজাতির মাছের পোনা স্বাভাবিক ভাবে বংশ বৃদ্ধির জন্য অন্যান্য বছরের মতো এই বছরেও মাছ ধরা এবং বাজারজাত করার উপরে ৪ মাস ১২ দিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আজ থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হয়েছে। মাছ ধরা কে কেন্দ্র করে জেলে এবং মৎস্য ব্যবসায়ীদের মাঝে দেখা দিয়েছে উচ্ছ্বাস।
এছাড়া রাংগামাটি সর্বসাধারণ কাছে কাপ্তাই হ্রদের মাছের চাহিদা বরাবরই আকাশচুম্বী। রাংগামাটি ছাড়াও দেশের সব জেলাতে মিঠা পানির সু-স্বাদু মাছ হিসাবে এর চাহিদা রয়েছে এবং মাছ ধরা শুরু হওয়াতে মাছের দাম ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে বিধায় সাধারণ মানুষের মধ্যে উচ্ছাস দেখা দিয়েছে।