কালীগঞ্জে ৫৩০ পিস ইয়াবাসহ কারবারি আটক
ঝিনাইদহ কালীগঞ্জ থানা পুলিশ ৫৩০ পিস ইয়াবাসহ বারবাজার এলাকা থেকে আব্দুল্লাহ আল-মামুন (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে।
রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
মাদক কারবারি আব্দুল্লাহ আল-মামুন বারবাজার মিঠাপুকুর গ্রামের রুহুল আমিনের ছেলে।কালীগঞ্জ থানার এসআই কাবিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে মাদক কারবারি আব্দুল্লাহ আল-মামুন তার বাড়িতে বিক্রির জন্য ইয়াবা মজুদ রেখেছে। তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হলে তার স্বীকারোক্তি মোতাবেক শোয়ার ঘরের বক্স খাটের ড্রয়ার থেকে ৫৩০ পিস ইয়াবা ইদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা কারবারের সঙ্গে জড়িত।