মরক্কোয় গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) মাঝরাতে শক্তিশালী ভূমিকম্পে অসংখ্য মানুষের প্রাণহানি, বহু মানুষ আহত এবং অসংখ্য মানুষ বাড়িঘরের নিচে চাপা পড়ে থাকার মর্মস্পর্শী ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১১ সেপ্টেম্বর) এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাভিভূত। এই ভয়ানক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মরক্কোবাসীর প্রতি আমি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি।
তিনি বলেন, আমি মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি তিনি যেন ক্ষতিগ্রস্ত মরক্কোবাসীকে এই বিশাল শোক, দুঃখ-বেদনা সইবার ক্ষমতা দান করেন। এহেন বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ ও মানুষের হৃদয়বিদারক হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশের ভাষা আমার জানা নেই। বিএনপি মহাসচিব বলেন, সংশ্লিষ্ট অঞ্চলের দুর্যোগকবলিত মানুষ স্বজন হারানোর বেদনা কাটিয়ে উঠে নবোদ্যমে আবার সবকিছু গড়ে তুলতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মরক্কোবাসীর এহেন দুর্দিনে সবসময় পাশে থাকবে। তিনি আরও বলেন, আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা ও আহতদের আশু সুস্থতা কামনা করছি। হতাহতদের উদ্ধারে বিশ্বসম্প্রদায়কে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি।