রাজশাহীঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা এলাকা হতে আশিক রানা (২৮) নামে এক শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার বাড়ি থেকে ৪টি চাইনিজ কুড়াল ও ৬শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আশিক রানা বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ৪নং ওয়ার্ডের নুরনগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
র্যাব-৫ সদর কোম্পানি রাজশাহী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আশিক রানা তার নিজ বসত বাড়িতে দীর্ঘদিন যাবত অস্ত্র ও মাদক ক্রয়-বিক্রয় করে আসছেন। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ১৪ সেপ্টেম্বর ভোররাতে রাজশাহীর বাঘা থানাধীন আড়ানী পৌরসভার ৪নং ওয়ার্ডের নুরনগর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি হতে ৪টি দেশীয় অস্ত্র (চাইনিজ কুড়াল) ও ৬শ গ্রাম হেরোইনসহ আশিক রানাকে গ্রেফতার করেন।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিক রানা স্বীকার করেন, সে একজন শীর্ষ সন্ত্রাসী ও মাদক ক্রয়বিক্রয় করেন। আর এই জন্যই এসব বাড়িতে রেখেছেন।
গ্রেফতারকৃত আসামী আশিক রানাকে বিজ্ঞ আলাদতে সোপর্দ করার জন্য বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী আশিক ৬টি মাদক মামলার এজাহার ভুক্ত আসামী।