চুয়াডাঙ্গায় জেলায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
গত সোমবার(১৮ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষার্থীর অভিভাবক থানায় মামলা দায়ের করার পর ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ওই শিক্ষকের নাম শাকিল আরাফাত (৩৫)। তিনি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার ফরাশপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের ইংরাজি বিভাগের সহকারী শিক্ষক।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, শিক্ষক শাকিল তাঁর চুয়াডাঙ্গার ভাড়া বাড়িতে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। ভুক্তভোগী শিক্ষার্থী ওই বাড়িতে পড়তে গেলে শাকিল ওই শিক্ষার্থীকে কৌশলে তাঁর শয়নকক্ষে ডেকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় শিক্ষককে ধাক্কা দিয়ে বেরিয়ে চলে আসেন ওই শিক্ষার্থী।
ওসি আরও জানান, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা চুয়াডাঙ্গা সদর থানায় শিক্ষক শাকিল আরাফাতকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় শিক্ষক শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) সকালে শাকিলকে আদালতে সোপর্দ করা হবে।