চুয়াডাঙ্গা জেলার সদর থানা পুলিশের চৌকস টিম ছদ্মবেশ ধারণ করে কৌশলে প্রতারক চক্রের ০৩(তিন) সদস্য গ্রেফতার ও প্রতারণার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধারের জন্য মাননীয় পুলিশ প্রধান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয় চুয়াডাঙ্গা সদর থানার টিমকে প্রণোদনামূলক আর্থিক পুরস্কার প্রদান করেন।
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুন মহোদয় অদ্য ২১.০৯.২০২৩ খ্রিঃ বেলা ১২:৩০ ঘটিকার সময় জনাব মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানা, চুয়াডাঙ্গার হাতে মান্যবর আইজিপি মহোদয় কর্তৃক প্রদত্ত আর্থিক পুরস্কার তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); জনাব আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, ডিএসবি; জনাব মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানা, চুয়াডাঙ্গা।