বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসায় বাধা প্রদানে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার সময় ঝিনাইদহ প্রিয়া সিনেমা হলের সামনে তারা এ সমাবেশ করে।
এসময় বক্তব্য দেন- জেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, আব্দুল মজিদ বিশ্বাস, আনারুল ইসলাম বাদশা, মুন্সি কামাল আজাদ পান্নু,আলমগীর হোসেন আলম, আহসান হাবিব রণক, আশাফুল ইসলাম পিন্টু,মুস্তাক আহমেদ,আরিফুল ইসলাম, নয়ন হাওলাদার, মাহবুবুর রহমান মিলু,সাইদুর রহমান শাহেদ ,শাহরিয়ার রাসেল,,ইমরান হোসেন, মামুনুর রহমান, তন্ময় ঘোষ,সোহানুর রহমান সোহান, সহ বিভিন্ন ইউনিট থেকে আগত বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় এম এ মজিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, এ সরকার অবৈধ। এ সরকারের সকল কার্যক্রম অবৈধ। এদের কাছে যে কোনো ন্যায্য দাবিও অবৈধ। বিনা কারণে খালেদা জিয়াকে আটকে রেখে আজ শারীরিকভাবে চরম অসুস্থ হয়ে পড়েছেন। তার উন্নত চিকিৎসার জন্য বাধা প্রদান করায় আরও একবার প্রমাণ করে যে এই সরকার ফ্যাসিবাদী সরকার। বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। তাদের এ আশা কোনো দিনই পূরণ হবে না। বেগম জিয়াকে মুক্তি দিতে হবে ও তাকে সুস্থ হওয়ার সুযোগ দিতেহবে। এম এ মজিদ দেশবাসীর কাছে গণতন্ত্রের মা তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দুওয়া করতে বলেন।