বিএনপির চেয়ারপার্সন গনতন্ত্রের আপোষহীন নেত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা, গনতন্ত্রের মাধ্যমে ভোটাধিকার পুণরুদ্ধারের দাবীতে সারাদেশের ন্যায় বগুড়াতেও বিএনপি ও তার সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বগুড়া শহরে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করে।
উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল শেষে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির, জেলা যুবদল,সেচ্ছাসেবক দল,কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠন এর নেতারা। তাদের দেওয়া বক্তব্যে বক্তারা বলেন, ‘আজ বাংলাদেশে ঝড় শুরু হয়েছে,এই ঝড়কে কে থামাবে। আজকে বাংলাদেশে গণতন্ত্রের সংকট, ন্যায় বিচারের সংকট। দীর্ঘ পনেরো বছরে এই সরকার এমন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে তাতে মানুষ দিশেহারা। এই গণতন্ত্রহীন সরকারের অপসারন চাই। গণতন্ত্র না থাকার কারণে আজ জনগণের মনে স্বস্তি নেই। রাতের আঁধারে ভোট করে সরকার হয়েছে বর্তমান সরকার। আবারও সেরকম নির্বাচনের পায়তারা করছে। তত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন করতে হবে এমন বক্তব্য দেন বক্তারা।’ পরিশেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।