1. maruf.jhenaidah85@gmail.com : maruf :
  2. info@jhenaidah-protidin.com : shishir :
  3. talha@gmail.com : talha : Md Abu Talha Rasel
  4. : :
৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ| ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:৪৮|

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট রোববার।

নিউজ ডেক্স
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮১ Time View

দুই শীর্ষ তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল নতুন দলে নাম লিখিয়েছেন; এ খবর চাউর হয়েছে আগেই। ফরচুন বরিশাল ছেড়ে সাকিব রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন আগেই। একইভবে খুলনা টাইগার্সের মায়া ত্যাগ করে তামিম ইকবালের নতুন গন্তব্য ফরচুন বরিশাল।

এর বাইরে শীর্ষ তারকাদের কে কোন দলে? ভিনদেশি নামি ও প্রতিষ্ঠিত খেলোয়াড়দের কারা খেলবেন এবারের বিপিএলে? তা জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার। বিপিএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে এদিন। পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে বৃহস্পতিবার দুপুর ১২ টায় শুরু প্লেয়ার্স ড্রাফট।

৪৪৩ জন বিদেশি আর ২০৩ স্থানীয় ক্রিকেটার ৬ ক্যাটাগরিতে অংশ নেবেন এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির পারিশ্রমিক ৮০ লাখ টাকা। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে একমাত্র মুশফিকুর রহিমই আছেন ‘এ’ ক্যাটাগরিতে। এছাড়া ৪ জন আছেন ‘বি’ ক্যাটাগরিতে (পারিশ্রমিক ৫০ লাখ)। ১৮ জনকে রাখা হয়েছে ‘সি’ ক্যাটাগরিতে (৩০ লাখ)। ৩১ ক্রিকেটার আছেন ‘ডি’ ক্যাটাগরিতে (২০ লাখ)। ৭৫ জন আছেন ‘ই’ক্যাটাগরিতে (১৫ লাখ), এফ ক্যাটগারিতে ২৯ (১০ লাখ) এবং ‘জি’ক্যাটাগরিতে ৪৫ জন (৫ লাখ) আছেন।

নিয়ম অনুযায়ী প্রতিটি প্রতিযোগি দল প্লেয়ার্স ড্রাফটের আগে ৪ জন করে ক্রিকেটার দলে রেখে দিতে পারবেন। আর বিদেশি ক্রিকেটার দলে রাখা এবং প্লেয়ার্স ড্রাফটের বাইরে সরাসরি দলে ভেড়ানোয় কোন বাধ্যবাধকতা নেই। আগের বছর খেলা যত খুশি ক্রিকেটারকে রেখে দেয়া যাবে। একইভাবে ড্রাফট ছাড়া বিদেশি ক্রিকেটার দলে নেয়ার ক্ষেত্রেও কোন বাধ্যবাধকতা নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2021