রাজধানীর শাহবাগে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের একদল নেতাকর্মী। এতে সংগঠনটির পাঁচজন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। তখন ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আড্ডা দিচ্ছিলেন এসময় হঠাৎ তাদের ওপর আক্রমণ করা হয়। তবে হামলাকারীদের শনাক্ত করতে পারেননি বলে জানিয়েছেন আহতরা।
আহতরা হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নাদির শাহ পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক রেজোয়ান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরিফ প্রধান, বিজয় একাত্তর হলের সভাপতি মো. সোহেল রানা এবং বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক আল আমিন। হামলায় আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জাদুঘরের সামনে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল ছাত্রদলের নেতারা। এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিক থেকে হঠাৎ করে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন।
ছাত্রদলের বিজয় একাত্তর হলের সভাপতি সোহেল রানা বলেন, আমরা ওখানে বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করে ১৩-১৪টি মোটরসাইকেলে করে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে কিছু বুঝে ওঠার আগেই মারধর শুরু করে। এ সময় আমাদের বেশ কয়েকজন আহত হন। আমাকেও তারা গালে ও মুখে আঘাত করে। দ্রুতই সব ঘটে যাওয়ায় আমরা কাউকে চিনতে পারিনি। তবে কয়েকজনের এফ রহমান হলের নাম লেখা জার্সি গায়ে দেওয়া ছিল।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, আমাদের আড্ডারত নেতাকর্মীদের ওপর কাপুরুষের মতো হামলা করেছে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর তীব্র নিন্দা জানায়।