মানসিক ভারসাম্যহীন অন্তঃসত্ত্বাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার অভিযান চালিয়ে ফরহাদ হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা।
জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের একটি গ্রামের মানসিক ভারসাম্যহীন এক নারীর চার বছর আগে বিয়ে হয় দেওয়ানগঞ্জে। তাঁর স্বামীও মানসিক ভারসাম্যহীন। জীবিকার তাগিদে ঢাকায় থাকেন তিনি। এ কারণে বাবার বাড়িতেই থাকে ওই নারী। তাঁকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছিলেন ফরহাদ হোসেন (৩০)। বিষয়টি তাঁর স্বজনদের জানান ওই নারীর বাবা। এর মধ্যেই বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই নারীকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণ করে ফরহাদ। এই ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়। কিন্তু বাড়িতে গিয়ে ঘটনা মা-বাবাকে জানান পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ওই নারী। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন।