নতুন কারিকুলাম সংস্কার ও পরিক্ষা পদ্ধতি চালুর দাবিতে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্র অভিভাবক দের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।তাদের দাবি সমূহ। ১.নতুন কারিকুলাম সংস্কার বা বাতিল করতে হবে ২.৫০/৬০ নম্বরে অন্তত ২ সাময়িক লিখিত পরিক্ষা চালু রাখতে হবে।৩. ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ, ইত্যাদি ইন্টিকেটর বাতিল করে নম্বর ও গ্রেড ভিত্তিক মূল্যায়ন রাখতে হবে। ৪.শিখন ও অভিজ্ঞতা ভিত্তিক ক্লাসের সকল ব্যায় স্কুলকে বহন করতে হবে এবং স্কুল পিরিয়ডে সকল প্রোজেক্ট সম্পূর্ণ করতে হবে। ৫. শিক্ষার্থীদের দলগত কাজে ডিভাইসমুখী হতে অনুৎসাহিত করতে হবে এবং অধ্যায়নমুখী করতে হবে । ৬.প্রতিবছর প্রতিক্লাসে রেজিষ্ট্রেশন ও সনদ প্রদানের সিদ্ধান্ত বাতিল করতে হবে। ৭.সকল শ্রেণিতে নতুন কারিকুলাম বাস্তবায়নের আগে অবশ্যই তা মন্ত্রী পরিষদ এবং সংসদে উত্থাপন করতে হবে। উক্ত দাবি তুলে ধরে বক্তব্য রাখেন সম্মিলিত বাংলাদেশ সংগঠন এর প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর কবীর যুগ্ম সমন্বয়ক আল আমিন হোসেন এ ছাড়াও ছাত্র অভিভাবক দের মধ্যে বক্তব্য রাখেন কাজী পনির এস আর শামীম মো.শামীম আহমেদ দেলোয়ারা বেগম তাপসী খান মার্জান আক্তার।এছাড়াও তারা বক্তব্যে বলেন যে প্রধানমন্ত্রী বরাবর সারক লিপি জমা দিবেন বলে জানান।