গত ৩০ সেপ্টেম্বর বিকাল ৪ টায় বিক্রয় ডট কমের মাধ্যমে প্রতারণা করে খুলনা সদর থানার মিস্ত্রী পাড়ার বিজয় নামে একজন শিক্ষার্থীকে খানজাহান আলী থানাধীন মশিয়ালী মাধ্যমিক বিদ্যালয় রোডস্থ ফিরোজের ভাটার সামনে কৌশলে ডেকে এনে অজ্ঞাতনামা ০৪ জন ছিনতাইকারী বিজয়ের নিকট থাকা তার ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ ৮,৫০০/- টাকা কেড়ে নেয়।
বিজয়ের আবেদনের প্রেক্ষিতে খানজাহান আলী থানায় অজ্ঞাতনামা ছিনতাইকারীদের বিরুদ্ধে খানজাহান আলী থানার মামলা নং-০৬, তাং-০৫/১০/২০২৩ খ্রিঃ, ধারা-৩৯২ পেনাল কোড রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব পলাশ কুমার দাস, এসআই(নিঃ) কামরুল হুদা নাঈম (আইসি পথের বাজার), এসআই(নিঃ) মোঃ খাইরুল ইসলাম, এসআই(নিঃ) দিবস কুমার মৃধা, এসআই(নিঃ) মোঃ মোস্তাফিজুর রহমানসহ মোবাইল টিমের সহায়তায় বাদী ও বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে শিরোমনি এলাকা থেকে ইং-০৬/১০/২০২৩ তারিখ রাত্র ০০.১০ ঘটিকার সময় মামলার ঘটনার সহিত জড়িত আসামী নাসিবুর মোল্লাকে গ্রেফতার করে। ধৃত নাসিবুরের তথ্যের ভিত্তিতে ইং-০৬/১০/২০২৩ তারিখ রাত্র ০০.৩০ ঘটিকার সময় আফিলগেট ফিলিং স্টেশনের সামনে উপস্থিত হয়ে ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত আসামী ০২) ইমামুল লস্কর (২০),০৩) জুবায়ের শেখ (১৯), ০৪) মোঃ জাকারিয়া গাজী (২০), সর্ব সাং- মশিয়ালী মধ্যপাড়া মিনা বাজারের পার্শ্বে, সর্ব থানা- খানজাহান আলী, জেলা- খুলনাদের গ্রেফতার ও তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত একটি SAMSUNG Glaxy J2 Prime মোবাইল ফোন ও নগদ ১০০০/- টাকা উদ্ধার করেন।