আজ ০৭/১০/২০২৩ তারিখ সকাল ১০:৩০ মিনিটে বগুড়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম শাজাহানপুর উপজেলায় মানিকদিপা আশ্রয়ণ প্রকল্পের পানিবন্দী ০৯ টি পরিবার ও একই গ্রামের পানিবন্দী আরও ১১ টি পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে শুকনো খাবার বিতরণ করেন। এসময় সেখানে শাজাহানপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সহকারী কমিশনার (ভূমি) এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সকাল ১১:৩০ মিনিটে মান্যবর জেলা প্রশাসক মহোদয় শেরপুর উপজেলার ডি.জে. মডেল হাইস্কুলে অতিবৃষ্টির কারণে আশ্রয় গ্রহণকারী ১০ টি পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে শুকনো খাবার বিতরণ করেন এবং আরও ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার বিতরণের নির্দেশনা প্রদান করেন। এসময় সেখানে শেরপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সহকারী কমিশনার (ভূমি) সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।