কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার (কুমিল্লা – সিলেট মহাসড়ক) কালামুড়িয়া ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের খবর পাওয়া গেছে।এলাকাবাসী জানান, কুমিল্লাগামী একটি মাইক্রোবাস কসবাগামী অটোরিকশাকে চাপা দিলে আব্দুল করিম ভুইয়া (৫২) ঘটনাস্থলে নিহত হন। তার দৌহিত্র দুই বছর বয়সী শিশু পরদিন সকালে হাসপাতালে মৃত্যুবরণ করেন। নিহতের মেয়ে অজ্ঞাত (২২) ও ছেলে জিহান (১৫) মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
মিরপুর হাইওয়ে ফাড়ির ইনচার্জ আলমগির জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুটি গাড়ি জব্দ করা হয় ও লাশ ফাঁড়িতে আনা হয়। আহতদের নিকটবর্তী হাসপাতালে প্রেরণ করার পর নিহতের দুই বছরের দৌহিত্র চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। পপরবর্তীতে আইনি পক্রিয়া শেষে নিহত আব্দুল করিম ভূঁইয়ার (৫২)লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।
স্থানীয় বাসিন্দা মোঃ শিপন মিয়া বলেন, নিহতদের লাশ এলাকায় নিয়ে গেলে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।###