আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৪ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা পরিষদ প্রশাসক জাহিদ হোসেন জাফরের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে কয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হামিদুল হকের সভাপতিত্বে এই পথসভায় বক্তব্য রাখেন নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর।
পথসভায় বক্তব্যকালে বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর
পথসভায় বক্তব্যকালে বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার।
এখন আর আমার দেশের কৃষকদের লাইন ধরে সার কিনতে হয় না, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বছরের পর বছর সেশন জট নেই প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে বিদ্যুৎ।
এসময় বক্তব্য রাখেন কয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম পান্না , ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক বকুল আহমেদ, কয়া ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ মোজাম্মেল হোসেনে মন্টু, কয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ লুৎফর রহমান
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সাবেক সদস্য মোঃ তুহিন খান, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক উপ – দপ্তর সম্পাদক,কুষ্টিয়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজ মাহমুদ ও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক রাজিব আহমেদসহ অত্র ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকেই।
উল্লেখ্য, জাহিদ হোসেন জাফর কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতির ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক। এছাড়াও তিনি যুদ্ধকালীন কমান্ডারও ছিলেন। সেসময় তিনি বঙ্গবন্ধুর হাত ধরে রাজনীতিতে আসেন এবং এখন পর্যন্ত কুষ্টিয়াতে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে সুনামও রয়েছে। আসন্ন সংসদ নির্বাচনে কুষ্টিয়ার ৪ আসন (খোকসা-কুমারখালী) থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ নির্বাচন করতে চান বলে জানা গেছে।