ঝিনাইদহঃ বিএনপি’র চলমান আন্দোলনে বাধ্য হয়ে সরকার সংলাপের জাল বিছাচ্ছে দাবী করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকার পদত্যাগের আগে কোন সংলাপ নেই। পদত্যাগ করবে, আওয়ামী লীগের সাথে বিএনপির সংলাপ হতে পারে। শনিবার ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ের চলমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, যদি কেয়ারটেকার সরকার নিয়ে আরোচনার প্রস্তাব আসে তবে এ ব্যাপারে বিবেচনা করবে বিএনপি । এ বাদে সরকারের সাথে কোন প্রকার সংলাপে বসবে না বিএনপি ।
মতবিনিময় সভায় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুল, জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ,জাহিদুর জ্জামান মনা,সাজেদুল রহমান পপ্পু, আব্দুল মজিদ বিশ্বাস, আনারুল ইসলাম বাদশা, এনামুল কবির মুকুল,এ্যাডঃ মুন্সি কামাল আজাদ পান্নু,আলমগীর হসেন আলম, আহসান হাবীব রণক,আশরাফুল ইসলাম পিন্টু, আরিফুল ইসলাম আনন, এস এম সমিনুজ্জামান সমিন, মুশফিকুর রহিম মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।