কৃষকের মেয়ে
সুমা আক্তার
জন্ম আমার কৃষকের ঘরে
স্বপ্ন দেখেছি অনেক উপরে ,
দেখতে গিয়ে হচট খেয়ে একদম কুড়ে ঘরে ।
কৃষকের ঘরে ছোট্ট কৃষানি ,
নাম আমার দৃষানি
সবাই বলে আমি নাকি ছোট্ট মনি ,
তাই করি আমি শুধু বান্দ্রামি
করি শুধু আঁকা আঁকি ,
ছবি আঁকতে বড়ই ভালোবাসি ।
যে দেয় বাধা
তাকে আমি বলি গাধাঁ।
গাধাঁ হাটে চোট চোট
আমি হচ্ছি দূরন্ত দূরভোগ ।
ছবি আঁকা দিন শেষে বেলা ডোবা
দৃশ্র মোর চোখে ভাসে।
সকাল শিশির ধানের খেয়ায়
বেলা শেষে ঘরে ফেরায়,
কষ্টকে আকরে রেখে
হাসিটা মুখে ফুটে।
কৃষকের মুখে হাসি ,
ধান ফলে রাশি রাশি।,,