ডেস্ক নিউজ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বুধবার (১ অক্টোবর) সকালে মিরপুরে ক্রিকেট বোর্ডে উপস্থিত হয়ে তামিম নিজেই মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
তামিম ছাড়াও আরও ৭–৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তার সঙ্গে মিরপুরে উপস্থিত ছিলেন হেভিওয়েট প্রার্থী ইসরাফিল খসরু ও সাঈদ ইব্রাহিম আহমেদ। বিসিবির নির্বাচনের পরিচালক পদের জন্য প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় দুপুর ১২টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে দুপুর ২টায়।
কিছু ক্লাবকে কাউন্সিলরশিপ না দেওয়ার কারণে অসন্তোষ থাকায় এবং ব্যক্তিগত কারণে শেষ পর্যন্ত সরে দাঁড়ান তামিম ইকবাল। তিনি না থাকায় নির্বাচনে পরিচালক পদে লড়াইয়ের চিত্র অনেকটা বদলে যেতে পারে।
আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে পরিচালনা পর্ষদের ২৫ সদস্য নির্বাচিত হবেন। জেলা, বিভাগ, ক্লাব এবং অন্যান্য ক্যাটাগরির কাউন্সিলরদের ভোটে নির্বাচিত পরিচালকরা পরে বোর্ডের সভাপতি নির্বাচন করবেন।