ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় সংকল্প প্রকাশ করে বলেছেন, যারা টাকা পাচার করে খুনিসহ নানা অপকর্মে লিপ্ত, তাদের আর মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ দেয়া হবে না। তিনি বলেন, আমরা একত্রিত হয়ে চাঁদাবাজদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করব।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে ভোলার চরফ্যাশনের ব্রজগোপাল টাউন হল চত্বরে ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা জেলা দক্ষিণের আয়োজনে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “আমাদের বারবার বোকা বানিয়ে ধোঁকা দিয়ে ওরা সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার পর মসনদে বসবে, এ ধরনের আচরণ করছে।”
এছাড়াও তিনি সতর্ক করেন, নতুন যারা আসবে তারা কী উপহার দিতে পারে তা বোঝার অপেক্ষায় থাকার প্রয়োজন নেই, কারণ আমরা আর কোনো মায়ের সন্তান হারাতে চাই না এবং আমাদের দেশকে বিদেশিদের তাঁবেদার বানাতে দেবো না।
তিনি জোর দিয়ে বলেন, “ইসলামের নীতি-আদর্শের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।”