সারাদেশ

আওয়ামী লীগ নেতার ভাইয়ের বাসায় চোর সন্দেহে আটকে নির্যাতনে রাজমিস্ত্রীর মৃত্যু

ছবি- সংগৃহীত

Published

on

ডেস্ক নিউজ  

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চোর সন্দেহে গভীর রাত থেকে আটকে ভোররাত পর্যন্ত নির্যাতনের রাজমিস্ত্রী মো. পারভেজ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

গত রবিবার (২৩ নভেম্বর) ভোরে উপজেলার সোনাচড়া এলাকার মেসবাহ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জের বার্মাশীল এলাকার মৃত তারা মিয়ার ছেলে। তবে রাজমিস্ত্রীর কাজের সুবাদে বন্দর এক নম্বর ঢাকেশ্বরী এলাকায় বুলবুল নামের এক ব্যক্তির ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানায়, শনিবার গভীর রাত থেকে রোববার ভোররাত পর্যন্ত বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান এমএ রশিদের ভাই মেসবাহউদ্দিন ও তার দুই ছেলেকে সঙ্গে নিয়ে পারভেজকে আটক করে বেধড়ক নির্যাতন করেন। এতে সকাল আনুমানিক ৭টার দিকে পারভেজের মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে দ্রুত সময় ঘটনার স্থান মেসবাহউদ্দিনের বাড়ির বারান্দা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version