top1

আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে: আইন উপদেষ্টা 

Published

on

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ৫ বছরের মধ্যে অর্ধেকের বেশি মামলার জট কমবে। তিনি বলেছেন, এক তৃতীয়াংশ মামলা লিগ্যাল এইডের মাধ্যমে কমবে।

সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন আইন উপদেষ্টা।

আইন উপদেষ্টা বলেন, শুধু আইন মন্ত্রণালয়েই ২১টি সংস্কার করা হয়েছে। বিচার বিভাগের যে সংস্কার করা হয়েছে, তাতে আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে।

তিনি বলেন, সংস্কার করতে হবে বাস্তবসম্মত। অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলা হয় কি না, তাও চিন্তা করতে হবে।

রাতারাতি সংস্কার করা সম্ভব নয় উল্লেখ করে আসিফ নজরুল বলেন, সংস্কার মানে আইনের পরিবর্তন। সংস্কার রাতারাতি করা সম্ভব না, বরং এটি ধাপে ধাপে করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version