সকাল থেকে রাজধানীর পূর্বাচল এলাকায় কাঁধে ধানের বোঝা নিয়ে ঘুরছেন এক তরুণ। আলাপকালে জানা গেলো, তাঁর নাম মোহাম্মদ রিয়াজ উদ্দিন। বাড়ি শেরপুরে নকলা এলাকায়। শীতের হিমেল বাতাসেও খালি গায়ে গলায় ঝুলিয়েছেন বিএনপির দলীয় পতাকা।
তারেক রহমানকে স্বাগত জানাতেই এমন রূপে গ্রাম থেকে ঢাকায় হাজির হয়েছেন এই তরুণ। প্রতিক্রিয়া জানতে চাইলে রিয়াজ স্ট্রিমকে বলেন, ‘গতকাল রাতে শেরপুর থেকে ঢাকা এসে। তারেক ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করে বাড়ি পৌঁছে দিয়ে তারপর বাড়ি যাব।’
ধানের বোঝা নিয়ে ঘোরার কারণ জানতে চাইলে রিয়াজ বলেন, ‘ধানের শীষ তারেক ভাইয়ের মার্কা। তারেক ভাইকে ভালোবাসি। তাঁকে ভালোবেসে শীষ না, ধানের বোঝা নিয়ে এসেছি।’
খালি গায়ে শীত লাগছে না প্রশ্ন করলে রিয়াজ বলেন, ‘তারেক ভাই দেশে আসতেছেন। আজকে আমাদের কোনো শীত নাই, কোনো কষ্ট নাই। আজকে শুধু গরম আর গরম।’