আন্তর্জাতিক

আরও দুই জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস

Published

on

ফের দুই ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয় মরদেহগুলো। পরবর্তীতে তা ইসরায়েলি বাহিনীর কাছে পৌঁছে দেয় স্বেচ্ছাসেবী সংগঠনটি।

পরে রাতেই তেলআবিবে ন্যাশনাল সেন্টার অব ফরেনসিক মেডিসিনে নেয়া হয় নিহতদের মরদেহ। ডিএনএ পরীক্ষার পর হস্তান্তর করা হবে পরিবারের কাছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, এ পর্যন্ত ১৫ জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। মোট ২৮টি মরদেহ ফেরত দেয়ার কথা হামাসের। এখনও খোঁজ নেই নিহত ১৩ জনের। অনেকেই ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে আছে বলে জানিয়েছে হামাস। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে দাবি ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version