জাতীয়

‘আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে ময়দানে কাজ করতে হবে’

মাওলানা মোস্তাফিজ

বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে জেলা ও উপজেলা দায়িত্বশীলদের নিয়ে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৪ জুলাই) সকাল ৬ টা থেকে জেলা কার্যালয়ে জেলা জামায়াতের আমীর এস এম আবদুচ ছালাম আজাদের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়। এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চল সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে হবে।’ আগামী জাতীয় সংসদ উপলক্ষে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এড. মুহাম্মদ আবুল কালাম, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবদুল আউয়াল, জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, নির্বাচন পরিচালনা কমিটি সদস্য সচিব অধ্যাপক হামেদ হাসান, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি অধ্যাপক ফারুক আহমদ, জেলা যুব ও মিডিয়া সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, জেলা অফিস সেক্রেটারী আশরাফুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মাও: হারুনুর রশিদ, সদর উপজেলা আমীর এড. মো: সোলাইমান, লামা উপজেলা আমীর কাজী মো: ইব্রাহীম, আলীকদম উপজেলা আমীর মাও: মাসুক ইলাহী, রোয়াংছড়ি উপজেলা সভাপতি এড. শাহাদাত হোসেন, রুমা উপজেলা সভাপতি খলিলুর রহমান, নাইক্ষ্যংছড়ি ও থানছি উপজেলা জামায়াত প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version