জাতীয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইবি গ্রীন ফোরামের আলোচনা সভা

Published

on

ইবি প্রতিনিধি

ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন ‘গ্রীন ফোরাম’।

শুক্রবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ৪০২ নং সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আবু সিনা। এসময় গ্রীন ফোরামের সেক্রেটারি অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান গ্রীন ফোরামের কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. মো. নাছির উদ্দিন মিঝি, শাখা ছাত্রশিবিরের সভাপতি মু. মাহমুদুল হাসান ও সেক্রেটারি মু. ইউসুব আলী-সহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, যে পরিবর্তনের জন্য দেড় হাজার ছাত্র-ছাত্রী জীবন দিল, সেই জুলাই সনদকে আপনি যদি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতেই না পারেন, তাহলে ক্ষমতায় যাওয়ার পর তা স্বীকৃতি পাওয়ার প্রশ্নই আসে না। আজ এই ৭ নভেম্বর দিবস থেকে বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই— জুলাই সনদের জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছিল তা নির্বাচনের আগে অবশ্যই জনগণের কাছে পৌঁছে দিতে হবে।

তারা আরও বলেন, সেইদিন ভারতীয় আগ্রাসন বিরোধী এবং আওয়ামী অত্যাচারের বিরুদ্ধে তৎকালীন সিপাহীরা শহিদ জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন। তিনি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দিকে নজর দিয়েছিল, ঠিক বর্তমান সময়েও আমাদের জনগণের আকাঙ্খা বুঝতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version