ক্যাম্পাস

ইবিতে তিনদিনব্যাপী ডাটা এনালাইসিস প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

Published

on

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সায়েন্স ক্লাবের আয়োজনে এবং ডেটা অ্যানালাইসিস প্রতিষ্ঠান StatX এর সহযোগিতায় তিনদিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা “Applied Data Analysis with SPSS: A Hands-On Training Program” সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শুরু হয়ে শনিবার (২৫ অক্টোবর) পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডেটা এন্ট্রি, ক্লিনিং, বিশ্লেষণ, হাইপোথেসিস টেস্টিং ও রিপোর্ট প্রস্তুতি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ নেন।

কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন StatX-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োইনফরমেটিক্স ল্যাব (Dry)-এর গবেষণা সহকারী আব্দুল লতিফ।

প্রশিক্ষণ শেষে আয়োজকদের পক্ষ থেকে প্রশিক্ষককে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী ৮২ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ও সায়েন্স ক্লাবের উপদেষ্টা ইনজামুল হক সজল, ক্লাবের সভাপতি জুনাইদুল মুস্তফা, সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন সাকিব, সহ-সভাপতি মুবাশ্বির আমিনসহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুবাশ্বির আমিন।

সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন সাকিব বলেন, কর্মশালাটি সফল করতে ক্লাবের সদস্যরা আন্তরিকভাবে কাজ করেছেন। StatX এর সহযোগিতায় প্রশিক্ষণ আরও বাস্তবধর্মী হয়েছে।

প্রশিক্ষক আব্দুল লতিফ বলেন, শিক্ষার্থীরা ডেটা বিশ্লেষণের মৌলিক ধারণা ও SPSS ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। তারা এখন গবেষণা ও প্রজেক্টে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারবেন।

সায়েন্স ক্লাবের সভাপতি জুনাইদুল মুস্তফা জানান, তিন দিন ধারাবাহিকভাবে হল ব্যবহারের জটিলতা থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের ব্যাপক সাড়া আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও মানসম্মত স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের পরিকল্পনা রয়েছে।

উপদেষ্টা ইনজামুল হক সজল বলেন, শিক্ষার্থীদের গবেষণামুখী করে তোলা এবং ডেটা বিশ্লেষণে দক্ষতা বৃদ্ধির এই উদ্যোগ প্রশংসনীয়। এমন প্রশিক্ষণ শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকদের মতে, গবেষণা, থিসিস, মার্কেট রিসার্চ ও সরকারি-বেসরকারি খাতে SPSS দক্ষতা বর্তমানে অত্যন্ত চাহিদাসম্পন্ন একটি স্কিল। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব গবেষণায় নিজেদের আরও দক্ষ করে তুলতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version