ইবি প্রতিনিধি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সিন্ডিকেটে নতুন দুই শিক্ষককে সদস্য হিসেবে মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়। তারা হলেন ডিন ক্যাটাগরিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি এবং শিক্ষক ক্যাটগরিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নজিবুল হক।
গত বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত ২০১০) এর ধারা ২১(১)(ঙ) ও ২১(১)(চ) অনুযায়ী ডিন ও শিক্ষক ক্যাটাগরিতে দুজন সদস্য মনোনীত করা হয়েছে।
অধ্যাপক ড. নজিবুল হক বলেন, এখানে নির্দিষ্ট কাউকে বিশ্ববিদ্যালয় প্রশাসন মনোনীত করতে পারে না। আমাকে মন্ত্রনালয় কর্তৃক নিয়োগ দেওয়া হয়েছে। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো।
অধ্যাপক ড. রোকসানা মিলি বলেন, এটা অনেক বড় একটা দায়িত্বের বিষয়। আমি এজন্য খুব বেশি খুশি হচ্ছি না। তবে, আমি আমার সর্বোচ্চ দিয়ে বিশ্ববিদ্যালয়ের কল্যাণের জন্য কাজ করে যাবো।