ক্যাম্পাস

ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটে ভর্তির সাক্ষাৎকারের সময় প্রকাশ, মানতে হবে যে নির্দেশনা

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সাক্ষাৎকারের সময়সূচি প্রকাশিত হয়েছে। শনিবার (২১ জুন) ধর্মতত্ত্ব অনুষদের ডিন ও ‘ডি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তি অনুযায়ী ‘ডি’ ইউনিটের ৩২০টি আসনের জন্য ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২৯ ও ৩০ জুন এবং ১ জুলাই অফিস চলাকালীন সময়ে (সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল ৩টা) অনুষদ ভবনের ৪র্থ তলায় ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকারে উপস্থিতির ভিত্তিতে চূড়ান্ত ভর্তির অনুমতিপত্র প্রদান করা হবে এবং প্রদত্ত নির্দেশনা অনুযায়ী সাক্ষাৎকারের দিন থেকে ০৬ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় ভর্তি ফি প্রদান করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১ম মেধা তালিকার ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর কোন পরীক্ষার্থী বিভাগ পরিবর্তন করতে চাইলে আগামী ০৭ জুলাই থেকে ০৯ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে।

এছাড়াও আসন খালি থাকা সাপেক্ষে ২য় মেধা তালিকার প্রার্থীদের সাক্ষাৎকার আগামী ১৪ ও ১৫ জুলাই অফিস চলাকালীন সময়ে ইউনিট সমন্বয়কারীর অফিসকক্ষে অনুষ্ঠিত হবে। আসন খালি থাকা সাপেক্ষে ৩য় মেধা তালিকার প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ ও সময় পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকারের সময় ভর্তি পরীক্ষার হলের পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার মূল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশীট এবং সার্টিফিকেট অথবা সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্র এবং সদ্য তোলা আট কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি আনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version