ক্যাম্পাস

ইবি ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে শাখা ছাত্রদলের শোক

ইবি প্রতিনিধি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আনারুল ইসলামের পিতা মো. আলকামা শেখের (৬৩) মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (২০ জুন) সংগঠনটির সদস্য রাফিজ আহমেদ স্বাক্ষরিত আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জানান। এদিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরও শোক প্রকাশ করেছেন।

জানা যায়, বিকাল সাড়ে ৫ টার সময় ব্রেইন স্ট্রোক করে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ওই নেতার পিতা।

এই আকস্মিক মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মো. মাসুদ রুমী মিথুন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version