ক্যাম্পাস

ইবি শিক্ষার্থী দীব্যর মৃত্যুতে শাখা ছাত্রদলের শোক

Published

on

ইবি প্রতিনিধি 

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেবতোষ সরকার দীব্যর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) শাখা ছাত্রদলের অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি বিবৃতিতে এ শোকবার্তা প্রকাশ করা হয়। এতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী দেবতোষ সরকার দিব্য গত ৩রা অক্টোবর ২০২৫ তারিখে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল রাতে ডায়রিয়ায় আক্রান্ত হন। পরবর্তীতে আজ ৩০ অক্টোবর ২০২৫ইং রোজ বৃহঃস্পতিবার, শ্বাসকষ্টজনিত কারণে তিনি পরলোকগমন করেন।

বিবৃতিতে আরও বলা হয়, তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। নেতৃদ্বয় প্রার্থনা করে পরমেশ্বর যেন তাঁর আত্মাকে চিরশান্তি দান করেন এবং শোকাহত পরিবারকে এই দুঃখ সহ্য করার শক্তি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version