আন্তর্জাতিক

ইরানে বাংলাদেশি দূতাবাসে ইসরায়েলি হামলা, গুঁড়িয়ে দেওয়ার দাবি

ফাইল ছবি: তেহরান

ইরান-ইজ়রায়েল সংঘর্ষের মাঝে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে তেহরানে বাংলাদেশ দূতাবাসের আধিকারিকের বাড়ি। গত শুক্রবার থেকে ইরান এবং ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। সংঘর্ষে ইরানের রাজধানী তেহরান এবং সংলগ্ন অঞ্চলে বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে কর্মকর্তা বাড়িতে ছিল না বলে আহত হননি বলে জানা গেছে।

তেহরানে বাংলাদেশের দূতাবাসের কর্তারা মূলত থাকেন জর্ডন নামে একটি এলাকায়। তেহরানের তিন নম্বর জেলার মধ্যে পড়ে এই জায়গাটি। ‘বিবিসি বাংলা’কে ইরানে বাংলাদেশি দূতাবাসের আধিকারিক ওয়ালিদ ইসলাম বলেন, “আমার বাড়ি পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে।” ওয়ালিদ ইরানে বাংলাদেশি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি।

ইজ়রায়েলি আক্রমণের সময় তিনি বাড়িতে ছিলেন না।তেহরানে কর্মরত বাংলাদেশি দূতাবাসের ওই কর্তার দাবি, শুধু তাঁর বাড়িই নয়, আশপাশে আরও অনেকগুলি বাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। কূটনীতিকদের কয়েকটি বাড়িই আপাতত টিকে রয়েছে ওই এলাকায়।

বস্তুত, ইরান-ইজ়রায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে আগেই কূটনীতিকদের অন্যত্র সরে যেতে বলা হয়েছিল। সেইমতো তাঁরা বাংলাদেশের দূতাবাস কমপ্লেক্স ছেড়ে তেহরানের অন্য এলাকায় সরে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version