গাজায় যুদ্ধবিরতির পরও ৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী এবং এতে ৯৭ জন ফিলিস্তিনি নিহত ও ২৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজা সরকারের মিডিয়া অফিস। এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল ১০ অক্টোবর, একটি চুক্তির মাধ্যমে যা ইসরায়েল ও হামাস এর মধ্যে সম্পাদিত হয়।
গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী: সরাসরি বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালিয়েছে শেলিং ও ইচ্ছাকৃত লক্ষ্যবস্তুতে হামলা করেছে “ফায়ার বেল্ট” তৈরি করেছেনাগরিকদের গ্রেপ্তার করেছে।
এই হামলায় ট্যাংক, ড্রোন, যুদ্ধবিমান ও রিমোট টার্গেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। হামলা হয়েছে গাজার সব জেলার ওপর, যা যুদ্ধবিরতির সম্পূর্ণ অবমাননা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার ভিত্তিতে তৈরি হলেও শেষ রক্ষা করতে পারলনা ইসরায়েলি বাহিনীর।
চুক্তির লক্ষ্য ছিল দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের অবসান, যেখানে ইতিমধ্যে ৬৮,০০০ ফিলিস্তিনি নিহত এবং ১,৭০,০০০ জন আহত হয়েছেন।
গাজা সরকার ইসরায়েলকে সম্পূর্ণ দায়ী করেছে এবং জাতিসংঘ ও চুক্তির গ্যারান্টর দেশগুলোর কাছে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।