ক্যাম্পাস

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি অনুষ্ঠান

‘আবৃত্তি আবৃত্তি’ ও ‘কণ্ঠতরঙ্গ’ যৌথ সম্পাদনায়

আশরাফুল ইসলাম, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’ ও বাংলাদেশের অনলাইন ভিত্তিক আবৃত্তি সংগঠন ‘কণ্ঠতরঙ্গ’ এর যৌথ সম্পাদনায় আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসময় কেক কেটে উদযাপন এবং সবার কণ্ঠে কবিতা আবৃত্তি উচ্চারিত হয়।

শনিবার (২৮ জুন) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র ১১৬ নাম্বার রুমে খান মাজহারুল হক লিপুর ৫০তম জন্ম বার্ষিকী উপলক্ষে এবং তার পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যৌথ সঞ্চলনায় ছিলেন সুইটি পাল ও মুহিবুল্লাহ নোমান।

এসময় ‘কণ্ঠতরঙ্গ’ এর সদস্য এবং ‘আবৃত্তি আবৃত্তি’ সংগঠনের আজীবন সদস্য রেজাউল করিম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কণ্ঠতরঙ্গের প্রধান পৃষ্ঠপোষক ও আবৃত্তি আবৃত্তি সংগঠন এর উপদেষ্টা খান মাজহারুল হক লিপু, আবৃত্তি আবৃত্তি সংগঠনের আজীবন সদস্য গোলাম রব্বানী, বর্তমান সংগঠনটির সভাপতি নওশীন পর্ণিনী সুম্মা-সহ দুই সংগঠনের সদস্যবৃন্দ।

এসময় উপস্থিত গোলাম রব্বানী বলেন, ‘লিপু ভাইয়ের সাথে আমাদের যোগাযোগ ২০১৯ সাল থেকে। ভাই বয়সের দিক থেকে বড় হলেও কখনও বুঝতে দেননি তিনি সিনিয়র। যতগুলো প্রোগ্রাম বা কমিটি হয়েছে সবগুলোতে তিনি স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছেন। এই যে দায়িত্ববোধ। মনে করি, অমল কান্তি রোদ্দুর হতে পারেনি কিন্তু লিপু আমাদের সংগঠনের জন্য রোদ্দুর হতে পেরেছে।’

আবৃত্তি আবৃত্তি সংগঠন সভাপতি নওশীন পর্ণিনী সুম্মা বলেন, ‘লিপু ভাই ছোট বড় সবার সাথে এমন ভাবে মিশে গেছে মনে হয় না ভাই আমাদের সিনিয়র। এই অনুষ্ঠান আয়োজনের পিছনে রয়েছে ভাইয়ের অবদান। ভাইয়ের এই ৫০ বছর শুধু যেন বছর না হোক যেটি যুগ যুগ ধরে আমাদের হৃদয়ে বহমান থাকবেন।’

এসময় খান মাজহারুল হক লিপু বলেন, ‘আমি এটাই বলতে পারি যে, আমার জীবনে যা পেয়েছি আমার জীবনে আর কিছু চাওয়ার নাই। আজীবনের জন্য পেয়ে গেছি। সেটা হলো- আবৃত্তি আবৃত্তি ও কণ্ঠতরঙ্গের ভালোবাসা অর্থাৎ তোমাদের ভালোবাসা। সামনে উপবিষ্ট একজন একজন আগামী পথচলার সারথি হবেন।’

রেজাউল করিম বিপ্লব বলেন, ‘লিপু ভাইয়ের জন্মদিন না, বরং এটা আমাদেরকে নতুন করে সাহস বা অনুপ্রেরণার খোরাক। সবাইকে একসাথে জড়ো করিয়ে তিনি তার জীবনের অংশ সংগঠনকে বিলিয়ে দিলেন তা থেকে ওনার মতো আরও কিছু উত্তরসূরী রেখে যেতে চান৷ দায়িত্ববোধের জায়গা থেকে তিনি সবসময় অনড়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version