আইন-শৃঙ্খলা

উখিয়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার: ডাম্পার জব্দ

Published

on

উখিয়া বন রেঞ্জের নেতৃত্বে বন বিভাগের অভিযানে থাইংখালী এলাকার সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে পাহাড় কেটে মাটি পাচারের কাজে ব্যবহৃত একটি মাটিভর্তি ডাম্পার জব্দ করা হয়েছে।উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থাইংখালী বনবিটের আওতাধীন চোরা খোলা এলাকার সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালানো হয়। অভিযানে দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ও মোছার খোলা বিট কর্মকর্তা বেলাল উদ্দিনসহ সশস্ত্র বনকর্মীরা অংশ নেন।

অভিযানকালে রোহিঙ্গা শ্রমিকদের মাধ্যমে পাহাড় কেটে ডাম্পার যোগে মাটি পাচারের সময় অবৈধ ডাম্পারটি জব্দ করে উখিয়া বন রেঞ্জ কার্যালয়ের হেফাজতে নেওয়া হয়।স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি বনভূমি অবৈধভাবে কেটে মাটি পাচারের ঘটনা ঘটছে। অভিযানের মাধ্যমে বনদস্যু ও মাটি পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নান আরও জানান, সংরক্ষিত বনাঞ্চলের সুরক্ষা ও পরিবেশ রক্ষার জন্য বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version