আন্তর্জাতিক

এবার চীনে আঘাত হানলো ৬ মাত্রার ভূমিকম্প

Published

on

ডেস্ক নিউজ  

‎চীনের জিনজিয়াং প্রদেশের দক্ষিণাঞ্চলে ৬ মাত্রার মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) চীনা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির ঘটনা জানা যায়নি। সূত্র: আনাদোলু এজেন্সি। 

জানা যায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জিনজিয়াং প্রদেশে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। সাংহাই ডেইলির মতে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ৩টা ৪৪ মিনিটে কিরগিজস্তান-শিনজিয়াং সীমান্তের কাছের আকচি কাউন্টিতে ভূমিকম্পটি আঘাত হেনেছে।

সিনহুয়ার প্রতিবেদনে অনুযায়ী, আকচি কাউন্টির সব জেলার সড়ক, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিকভাবে সচল রয়েছে।

সিইএনসি বলেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল আকচি থেকে ৪১ দশমিক ১৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৮ দশমিক ৪০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে পর্যবেক্ষণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version