top1

ওপর থেকে নিচে পাখি পড়লে সেটারও পলিটিক্স আছে -নৌ উপদেষ্টা

Published

on

ডেস্ক নিউজ

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন বলেছে,আমাদের দেশে যদি ওপর থেকে নিচে পাখি পড়ে, সেটারও পলিটিক্স আছে’।  

শনিবার (৮ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের আরিচায় বিআইডব্লিউটিএ ড্রেজার ‘আন্দারমানিক-১’ উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হটলাইন্ড করে ভাই, এই জায়গায় আমার একটা স্ট্রাকচার উঠিয়ে দিলো। এই যে দেখেন, কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী আছে, বিভিন্ন জেলা পরিষদ ও জেলা দপ্তরে তারা একটা কাগজ দিয়ে দিলো, এখন তারা খাজনা দিচ্ছে। এটা এখন আমি কি করবো?

তিনি আরও বলেন, বিআইডব্লিউটিএ প্রত্যেক জনের বিরুদ্ধে কোর্টে যাবে নাকি? এমনকি আগে একজনের ছিল, সে লোক আবার চলে গেছে। প্রত্যেক জায়গায় যদি এ অবস্থা হয়, তাহলে আপনি এই দেশে উন্নতি করবেন কীভাবে? কিছু করতে গেলেই এটা নিয়ে গেলো, এটা খেয়ে গেলো।

উল্লেখ্য, এ সময় বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফাসহ বিআইডব্লিউটিএ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version