ডেস্ক নিউজ
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা এলাকায় জমি নিয়ে চলমান বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
রবিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার নাগাদ দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানা যায়।
স্থানীয় সূত্র জানা যায়, দীর্ঘদিন ধরে ১৬ শতক জমি নিয়ে আলতাফ হোসেন ও এরশাদ আলীর পরিবারের মধ্যে বিরোধ চলছিল। কয়েকবার সালিশ-সমঝোতার চেষ্টা হলেও কোন সমাধান হয়নি। রবিবার সকালে ওই জমিতে চাষাবাদকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
হামলার সময় ঘটনাস্থলেই মারা যান মানিক মুন্সির ছেলে এরশাদ আলী (৪২) এবং তার বোন কুলছুম বেগম (৫৫)। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় বাচ্চা মিয়ার ছেলে কাওছার মিয়া-র। খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এতে আহত ১০ জনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে নূর মোহাম্মদ ও তার বড় ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
থানা ওসি রেজাউল করিম বলেন, জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ টহল জোরদার করা হয়েছে।