top3

‎কুড়িগ্রামে ৬ কেজি ভারতীয় গাঁজাসহ শ্বশুর-জামাই ও ভাগ্নে গ্রেফতার

Published

on

ডেস্ক নিউজ

‎কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৬ কেজি ভারতীয় গাঁজাসহ শ্বশুর, জামাই ও ভাগ্নেকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

‎ভূরুঙ্গামারী থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রহমান ও এসআই আব্দুল খালেকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের স্‌ মজিবর রহমানের পুত্র বাবু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া স্বপন প্রামানিকের ঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎পুলিশ জানায়, ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম কানিপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের পুত্র আনোয়ার হোসেন (৪৫) ও একই গ্রামের মিজানুর রহমানের পুত্র আশরাফ আলী (২১) ভারতীয় গাঁজা সংগ্রহ করে আনোয়ারের জামাই পাবনা সদর উপজেলার স্বপন প্রামানিকের (২৮) ভাড়া বাসায় মজুদ রাখেন। পরে তারা গাঁজার নমুনা নিয়ে রাস্তায় বের হলে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে স্বপন প্রামানিকের ভাড়া বাসা থেকে গাঁজা উদ্ধার করে এবং তিনজনকেই গ্রেফতার করে।

‎অভিযানকালে তাদের হেফাজত থেকে একটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়।

‎ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আনোয়ার হোসেন, স্বপন প্রামানিক ও আশরাফ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version