জাতীয়

কুমিল্লায় বার্ডে আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে ইবি শিক্ষার্থীর ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ অর্জন

Published

on

ইবি প্রতিনিধি

কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) দুই দিনব্যাপী ১১তম আন্তর্জাতিক গবেষণা সম্মেলনের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে বার্ডের পক্ষ থেকে সম্মেলনের বিষয়টি জানানো হয়। এতে চারটি বেস্ট পেপার অ্যাওয়ার্ডের মধ্যে একটি ইবি শিক্ষার্থী (তিন সদস্যের টিম রোহান, অয়ন ও তিশা) পেয়েছে বলে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। কনফারেন্সটি পরিচালনা করেছেন বার্ডের পরিচালক মিজ ফৌজিয়া নাসরিন সুলতানা এবং সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম।

জানা গেছে, গত ২০-২১ ডিসেম্বর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ১১ তম ইনসার্চ আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। নেটইনসার্চ ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত ‘গভার্নেন্স ইন ডিজিটাল এরা ফর পিচ অ্যান্ড প্রসপারিটি’ শীর্ষক এ কনফারেন্সে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান-এর নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৬ জন শিক্ষার্থী কনফারেন্সে অংশ নেন এবং চারটি বেস্ট পেপার অ্যাওয়ার্ড-এর একটি অর্জন করে। ইবি শিক্ষার্থীদের টিমের গবেষণার বিষয়বস্তু ছিল— ‘দ্য ব্যাংকিং ফুটপ্রিন্ট অব ইউনিভার্সিটি স্টুডেন্টস’।

আন্তর্জাতিক এই রিসার্চ কনফারেন্সে ফিনল্যান্ড, চীন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশের ২৫০ জন গবেষক অংশগ্রহণ করেন। দুই দিনের এ কনফারেন্সে মোট ৯৬ টি প্রবন্ধ (পেপার) উপস্থাপিত হয়।

বার্ড সূত্রে জানা যায়, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান। ১৯৫৯ সালের ২৭ মে ১৫৬ একর জায়গা নিয়ে পল্লী উন্নয়নের ক্ষেত্রে একটি প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে বার্ড। শুরুতেই একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আখতার হামিদ খানের নেতৃত্বে নিবেদিতপ্রাণ কিছু গবেষক গ্রামীণ জনগণকে সঙ্গে নিয়ে পরীক্ষা–নিরীক্ষা চালিয়ে পল্লী উন্নয়নের উপযোগী কিছু মডেল কর্মসূচি উদ্ভাবন করেন। একাডেমি কর্তৃক উদ্ভাবিত পল্লী উন্নয়নের ‘কুমিল্লা মডেল’–এর জন্য বার্ড দেশে-বিদেশে সুখ্যাতি অর্জন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version