ক্যাম্পাস

ক্যান্সার আক্রান্ত সাবেক শিক্ষার্থীকে এক লক্ষ টাকার অনুদান দিলো ইবির প্লেয়ার্স এসোসিয়েশন

Published

on

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যান্সার আক্রান্ত এক সাবেক শিক্ষার্থীকে এক লক্ষ টাকা অনুদান দিয়েছে প্লেয়ার্স এসোসিয়েশন অব ইসলামিক ইউনিভার্সিটি।

সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্যের কার্যালয়ে উপাচার্যের উপস্থিতিতে এই অনুদান দেওয়া হয়।

এসময় নার্গিস বলেন, প্লেয়ার্স এসোসিয়েশন অব ইসলামিক ইউনিভার্সিটি সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা আমার সহযোগিতা করেছে এবং সার্বক্ষণিক খোঁজ খবর রাখছে।

এসময় সংগঠনটির সভাপতি বলেন, আমাদের ছোট বোন নার্গিসের পাশে দাড়াতে পেরে প্লেয়ার্স এসোসিয়েশন গর্বিত। তাকে আমরা এক লক্ষ টাকা অনুদান দিতে পেরেছি বিগত দিনেও আমরা প্লেয়ারদের পাশে দাঁড়িয়েছি। বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি। তার জন্য দোয়া চাচ্ছি এবং তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আজ খেলোয়ার   কল্যাণ সমিতি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী নার্গিসকে ১ লক্ষ টাকা অনুদান দিয়েছে। আমি চাই নার্গিস তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। তার দীর্ঘায়ু কামনা করছি। 

পাশাপাশি খেলোয়াড় কল্যাণ সমিতি ইসলামের বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থী প্লেয়ারদের ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করে যাবে এই আশাবাদ ব্যক্ত করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version