top1

ক্লাস শুরুর দাবিতে অনশনে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

Published

on

ডেস্ক নিউজ  

চলতি মাসের মধ্যে ক্লাস শুরু ও ভর্তি কার্যক্রম দ্রুত শুরুর দাবিতে ঢাকা কলেজের মূল ফটকের সামনে অনশনে বসেছেন প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। 

বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন ২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা। তাদের দাবি, পরিক্ষা এবং রেজাল্ট দেওয়ার ২ মাস পার হয়ে গেলেও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম এখনো শুরু হয়নি। 

প্রস্তাবিত সেন্ট্রাল ইউনির্ভাসিটির ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা জানান, ইতোপূর্বে অনক বার ভর্তি কার্যক্রম শুরু তারিখ দিলেও প্রশাসন এখনো কোন কিছু শুরু করে নি, যার প্রেক্ষিতে আমরা এবং পরিবার খুব দুশ্চিন্তায় দিন পার করছি।

অনশনরত শিক্ষার্থী তানভীর বলেন, গতকাল আমরা আমাদের অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক ইলিয়াস স্যারের কাছে একটি স্মারকলিপি দিয়েছি। আমাদের একটাই দাবি চলতি মাসের মধ্যে ক্লাস ও ভর্তি কার্যক্রম শুরু করা হোক ।

অনশনরত ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী নাজমুল হোসেন বলেন, ‘আমাদের প্রায় তিন মাস আগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সাবজেক্ট চয়েজ ও অনলাইন পেমেন্ট সম্পন্ন করার পরও এখনো ক্লাস শুরু হয়নি, যা আমাদের জন্য অত্যন্ত দুশ্চিন্তার বিষয়। আমরা চাই ৩০ অক্টোবরের মধ্যেই কাগজপত্র জমা নিয়ে ক্লাস শুরু করা হোক।’

প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, এখানে আমার করার কিছু নেই। ৩০ অক্টোবর থেকে ক্লাস শুরু এবং ভর্তি কার্যক্রম সম্ভব নয়। এ বিষয় নিয়ে মন্ত্রণালয়ে আজকে একটি মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু উপদেষ্টা স্যার না থাকায় সেটি হয়নি। উনি এলে আমরা নিশ্চয়ই বিষয়গুলো তুলে ধরব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version