সারাদেশ

চট্টগ্রামে আওয়ামীলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ৫

Published

on

ডেস্ক নিউজ 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আওয়ামীলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ ছাত্রলীগের পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ( ৯ অক্টোবর) রাতে উপজেলার কর্ণফুলী টানেলের চায়না রোড ইকোনমিক জোন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের মৃত আহমদ ছফার পুত্র মোঃ হাসেম (৩৯), গুয়াপঞ্চক লুধা গাজীর বাড়ির মৃত জাফর আহমদের পুত্র মোঃ এসকান্দর (৩৫), কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মৃত সোলায়মানের পুত্র মোঃ মুমিন (৩৫), একই এলাকার খালেদ ফারুকের পুত্র আব্দুল্লা আল মামুন (৩১) এবং বৈরাগ ইউনিয়নের খুশাল তালুকদারের বাড়ির আবুল কালামের পুত্র মোঃ আলী আকবর (৩৩)।

জানা গেছে, রাত ১২টার দিকে বৈরাগ চায়না রোডের রাস্তার মাথা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতি নিতে গেলে গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনির হোসেন বলেন, দেশে অরাজকতা সৃষ্টির জন্য ঝটিকা মিছিলের প্রস্তুতিকালের খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দুপুরে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version