top1

চালু হলো ই-পারিবারিক আদালত

Published

on

বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে ই-পারিবারিক আদালতের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে এ সেবা উদ্বোধন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি অনুষ্ঠানে বলেন, “ই-পারিবারিক আদালতের মাধ্যমে নিঃসন্দেহে ভোগান্তি-দুর্নীতি কমবে, সময় বাঁচবে। প্রধান উপদেষ্টার সবচেয়ে বড় অফিস হোয়াটসঅ্যাপ।

“তিনি হোয়াটসঅ্যাপেই বেশি কাজ করেন। কাজেই আমাদেরও ডিজিটাইজেশনের দিকে এগোনো উচিত।”

ই-পারিবারিক আদালত ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে গিয়ে তিনি বলেন, “এটা এখনো শুরুর দিকে, কিন্তু আপনারা যত্ন না নিলে এটা থাকবে না। আমাদেরকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, কেবল আপনারা এটা সন্তানের মতো দেখে রাখবেন।

“আইন মন্ত্রণালয় থেকে আমরা ২১টা রিফর্ম করেছি। আশা করি, আমাদের পরে যে পলিটিকাল পার্টি আসবে, তারা দেশকে ভালোবেসে এগুলো ধরে রাখবেন। আমরা যে ভালো কাজগুলো করছি, এর অ্যাপ্রিশিয়েট করেন।”

আসিফ নজরুল বলেন, “বিনা পয়সায় লিগ্যাল এইডে গিয়ে আপনি বিচার পাবেন; পারিবারিক মামলার ক্ষেত্রে আমরা তা বাধ্যতামূলক করে দিয়েছি। এখন ২০টা জেলায় চালু করেছি, (সরকারের দায়িত্ব ছেড়ে) যাওয়ার আগে ৬৪টা জেলায় চালু করব।

“আশা করি, আগামীতে এক-তৃতীয়াংশ মামলা লিগ্যাল এইডের মাধ্যমে সমাধান হবে। পাঁচ বছরের মধ্যে মামলার জট ৫০ শতাংশ কমে যাবে। পরবর্তী সরকারের প্রতি অনুরোধ, আমাদের উদ্যোগগুলো অব্যাহত রাখবেন।”

অনুষ্ঠানে জানানো হয়, ই-পারিবারিক আদালতের মাধ্যমে ডিজিটাল নথি ব্যবস্থাপনা, ঘরে বসে সেবা গ্রহণ, অনলাইন শিডিউলিংয়ের মতো নানা সুবিধা মিলবে।

সেখানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “জনগণের সেবার জন্য এই ই-পারিবারিক আদালতের উদ্যোগ। আজকের এই উদ্যোগ টিকিয়ে রাখতে পারলে তা বিপ্লব হবে।

“এই উদ্যোগের মাধ্যমে কাগজবিহীন একটি বিচারব্যবস্থার দিকে আমরা এগোলাম; যে নারী ও শিশুরা নির্যাতনের শিকার তাদের ন্যায়বিচার পাওয়ার সম্ভাবনা নিয়ে আসছে। আমাদের সরকার আর দুই-আড়াই মাস আছে, এর মধ্যে এটি ভালো দৃষ্টান্ত রেখে যাবে।”

প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এ ডিজিটাল কার্যক্রম আইন পেশাজীবীদের আরও দ্রুত সেবা দিতে সহায়তা করবে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, “প্রক্রিয়াটি বিচারব্যবস্থাকে পেপারলেস সিস্টেমের দিকে এগিয়ে নেবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version