top1

জকসু নির্বাচন: ভিপি-জিএসে এগিয়ে শিবির, এজিএসে ছাত্রদল

Published

on

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের একটি কেন্দ্রে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম এবং জিএস আব্দুল আলিম আরিফ এগিয়ে রয়েছেন। আর এজিএস পদে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের বিএম আতিকুর রহমান তানজীল।

বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।

নৃবিজ্ঞান বিভাগের ম্যানুয়াল ফলাফলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২৭ ভোট। আর জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১৩৪। এদিকে ছাত্রদলের এজিএস প্রার্থী বিএম আতিকুর রহমান তানজীল পেয়েছেন ১২৬।

এর আগে রাত ১টার দিকে নির্বাচন কমিশনার অধ্যাপক শহিদুল ইসলাম জানান, প্রায় ৩০০ ভোট কাস্ট হয়েছে এমন একটি কেন্দ্রের ভোট প্রথমে ম্যানুয়ালি গণনা করা হয়। এরপর দুটি ওএমআর মেশিনের মাধ্যমে একই ভোট পুনরায় গণনা করা হচ্ছে। ম্যানুয়াল গণনার ফলাফলের সঙ্গে যে মেশিনের ফল মিলবে, সেই মেশিন দিয়েই পরবর্তী সব কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন করা হবে। এই সিদ্ধান্ত অনুযায়ী নৃবিজ্ঞান বিভাগের ২৭৮টি ভোট দিয়ে নতুন করে গণনা শুরু করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে ভোট গণনার মেশিনে টেকনিক্যাল ত্রুটি দেখা দিলে পুরো প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে সমস্যার সমাধান শেষে দীর্ঘ বিরতির পর আবারও ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version