top1

জাপা-জেপীর জোটের সাথে বাংলাদেশ লেবার পার্টির কোন সম্পর্ক নাই :ডা. ইরান

Published

on

ডেস্ক নিউজ

আওয়ামী ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি (জেপি) ও হাসিনার তামাশার সরকারের পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে সদ্য ঘোষিত জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোটের সঙ্গে বাংলাদেশ লেবার পার্টির কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান। 

সোমবার (৮ ডিসেম্বর) এক বিবৃতিতে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বাংলাদেশ লেবার পার্টি নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত রাষ্ট্রস্বীকৃত রাজনৈতিক দল। আমাদের দলীয় প্রতীক আনারস। কৃষক শ্রমিক-মেহনতি মানুষের অধিকার ও গণতন্ত্রিক আন্দোলন সংগ্রামের রাজপথের সক্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ লেবার পার্টি কোন ভাবেই ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনে ব্যবহৃত হতে পারে না। আমরা পতিত ফ্যাসিস্ট সরকারের পৃষ্ঠপোষকতায় গঠিত প্রহসনের জোটে লেবার পার্টির নাম ব্যবহার করার ঘৃণ্য ও ষড়যন্ত্রমূলক অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

জুলাই গনঅভ্যুত্থানে লেবার পার্টির নেতা আউয়াল মিয়া ও ছাত্রমিশনের সদস্য নাঈম হাওলাদারের রক্তের শপথ নিয়ে বলছি, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবো।

বর্তমানে বাংলাদেশ লেবার পার্টি কোন জোটের সাথে সম্পৃক্ততা নেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লেবার পার্টির এককভাবে আনারস মার্কা নিয়ে নির্বাচনে অংশ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version