আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জামায়াতে ইসলামীর মহাসমাবেশ স্থগিত করেছে দলটি।
রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নিজেদের দলীয় ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানায় জামায়াত।
পোস্টে বলা হয়, আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।
এ বিষয়ে দলের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি দিয়েছেন বলে জানানো হয় ঐ পোস্টে।