top1

জামায়াতে যোগদান করল বিএনপি-জাপার অর্ধশতাধিক নেতাকর্মী

Published

on

নাটোরের বিএনপি ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

 রোববার রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি বাজারে আয়োজিত এক উঠান বৈঠকে বড়াইগ্রাম উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

উঠান বৈঠকে গোপালপুর ইউনিয়ন জামায়াতের আমির মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, গোপালপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কুতুবউদ্দিন, জামায়াত নেতা ফিরোজ হোসেন এবং শাহিন হোসেন বক্তব্য রাখেন।

পরে উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা বাবর আলী বাবু এবং জাতীয় পার্টির নেতা নাজমুল হোসেন খানের নেতৃত্বে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া অর্ধশতাধিক নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি।

এ সময় জামায়াতে যোগ দেওয়া প্রসঙ্গে উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবর আলী বাবু বলেন, ইসলামী আদর্শ প্রতিষ্ঠাই সমাজ পরিবর্তনের একমাত্র পথ। জামায়াত সেই দায়িত্ব পালন করে যাচ্ছে। তাছাড়া জামায়াতের নেতাকর্মীরা যে কথা দেয়, সেটা রক্ষা করে-এটা আমি অন্য কোনো দলে পাইনি। এজন্য আমি জামায়াতে যোগ দিয়েছি। জামায়াতে যোগ দেওয়া ঠেকাতে আমাকে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে।

এ সময় সত্যের পথ থেকে তাকে কেউ আমাকে সরাতে পারবে না দাবি করে তিনি সবাইকে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version